মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বি এন পির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাখাল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই সোমবার ২০২৫ ইং সন্ধ্যার পর ১৬১ নেত্রকোনা -৫ আসনের আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী বি এন পি নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশে পূর্বধলায় বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতে একের পর এক ষড়যন্ত্র, অপপ্রচার ও character assassination চালানো হচ্ছে। এই ধরনের অপচেষ্টা দেশের গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, “মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি স্পষ্ট হয়ে উঠেছে। এর পেছনে একটি গোপন চক্র সক্রিয়ভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের স্থিতিশীলতা ও আগামী নির্বাচনের জন্য হুমকিস্বরূপ।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ মিটফোর্ডে ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং রাষ্ট্রীয় অপব্যবহার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।