1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের নির্দেশনার আলোকে ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, এদিন সব তফসিলি ব্যাংকে লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের সুবিধার্থে চালু থাকবে অনলাইন ব্যাংকিং, এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) সেবা। ফলে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা জমা, উত্তোলন ও লেনদেন করা যাবে।

উল্লেখ্য, সরকার সম্প্রতি ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। গত বছর এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পদত্যাগে বাধ্য হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট