পুরান ঢাকার লক্ষ্মীবাজার খেলার মাঠ দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাংলা ট্রিবিউনে ‘চাচ্চুরা মাঠে খেলতে দেয় না, বাড়িওয়ালাও ছাদে উঠতে দেয় না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের (২৭ জুন) পর এই উদ্যোগ নেয় সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সরেজমিন দেখা যায়, দখলমুক্ত মাঠে ফুটবল খেলছে শিশু-কিশোররা। দীর্ঘদিন পর মাঠ ফিরে পেয়ে তারা উচ্ছ্বসিত। এক কিশোর আদনান জানায়, স্কুলে মাঠ না থাকায় এখানে খেলতাম, দখলের কারণে তা বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, প্রভাবশালীরা মাঠ দখল করে ব্যবসা শুরু করেছিল, সিটি করপোরেশনকে ধন্যবাদ মাঠটি উদ্ধার করার জন্য। তিনি আরও বলেন, দখলদারদের লাগাম না টানলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।
একজন অভিভাবক হিসেবে তার প্রত্যাশা—শিশুদের সব বিনোদনকেন্দ্র উন্মুক্ত রাখা হোক এবং রাজধানীর সব মাঠ শিশু-কিশোরদের জন্য মুক্ত থাকুক।