শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে হাসপাতালে থেকে হেঁটে বের হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, “যারা আমার অসুস্থতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। আমি চাই না, আমার কারণে দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।”
তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এটা সব দলের জন্যই জরুরি। যদি দেশ দুর্নীতিমুক্ত না হয়, তবে কোনো কিছুই ঠিকভাবে সম্ভব হবে না।”
এর আগে, হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পরে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ডা. শফিকুর রহমান গরমের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে বর্তমানে তিনি ভালো আছেন। উল্লেখযোগ্য কোনো জটিলতা নেই, চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
তিনি আরও বলেন, “সমাবেশে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। আমরা অনুষ্ঠান স্থগিতের কথা ভাবছিলাম, কিন্তু আমির সাহেব তাতে সম্মতি দেননি।”