1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের টি-টোয়েন্টি জয়ের অপেক্ষার অবসান বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলটিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

শনিবার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

জবাবে ১৫.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জয়সূচক রানটি আসে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে। ব্যাট ও বল হাতে কার্যকর অবদান রাখায় সালমান আগারকেও ম্যাচে বিশেষভাবে প্রশংসা করা হচ্ছে।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি জয় এসেছিল ২০১৬ সালের এশিয়া কাপে, যখন বাংলাদেশ ৫ উইকেটে জয় পায়। এর পর দীর্ঘ ৯ বছর পাকিস্তানের বিপক্ষে আর কোনো টি-টোয়েন্টি জয় পায়নি বাংলাদেশ—এই বিজয় তাই বিশেষ তাৎপর্য বহন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!