1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

কুমিল্লা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির একটি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।

এর আগে, ১০ জুলাই অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষাগুলো হঠাৎ বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। ৯ জুলাই ফেনী, নোয়াখালীসহ কুমিল্লা বোর্ডের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটে।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম জানান, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি উন্নতির দিকে থাকায় স্থগিত পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!