1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

কেরুতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এমডির; সুবিধা না পেয়ে এমডির বিরুদ্ধেই অপপ্রচার!

এইচ এম হাকিম, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

দেশের এক মাত্র মদ প্রস্তুত কারি শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু এন্ড কোম্পানি লিমিটেড,বিগত ১৭ বছরে কেরু এন্ড কোম্পানিতে লুট পাটের রাজত্ব কায়েম হলেও বর্তমান কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান দ্বায়িত্ব ভার গ্রহণের পর থেকে বদলে গেছে কোম্পানিটির চিত্র। বিগত দিন গুলোতে যে সকল কর্মকর্তা এই সরকারি প্রতিষ্ঠানটিতে দ্বায়িত্ব পালন করেছেন তাদের অধিকাংশ ছিলো স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মিদের পা চাটা গোলাম। দেশের এক মাত্র লাভ জনক শিল্প প্রতিষ্ঠানটিতে এমডি রাব্বিক হাসান দ্বায়িত্ব ভার গ্রহণের পর থেকেই কেরু এন্ড কোম্পানিটি লাভ জনক খাতে পরিনত হয়েছে, বন্ধ হয়েছে লুটপাট এবং সিন্ডিকেট বানিজ্য।

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানি থেকে বারতি আর সুবিধা না আদায় করতে পারার কারনে এক শ্রেণীর স্বার্থবাদি মহল কোম্পানিটির ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান কে নিয়ে বিভিন্ন কল্প কাহিনী সাজিয়ে নিজের মন গড়া মিথ্যা তথ্য সাংবাদিকদের মাঝে সরবরাহ করে কেরু এন্ড কোম্পানিটির সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছেন স্বার্থবাদি মহল।

কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানকে নিয়ে যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, সে সংবাদের কোন সততা খুঁজে পাওয়া যায়নি, বরং সংবাদটি দেখে সাংবাদিকেরা রাব্বিক হাসান এর সঠিক ভাবে দ্বায়িত্ব পালনের প্রমাণ পেয়েছে, সংবাদ টিতে উল্লেখ করেছেন কেরু এন্ড কোম্পানির এমডি রাব্বিক হাসান এসি রুম থেকে বাহির হন না, বাস্তব চিত্রে দেখা যায় প্রতিনিয়তো কেরু এন্ড কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান কোম্পানিটির উন্নয়নের লক্ষে প্রতিনিয়তো বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন, যে কারনে কোম্পানিটির কর্মকর্তা কর্মচারী সহ শ্রমিকদের কাছে বেশ প্রশংশিত।

কৃষকদের কাছে না যাওয়ার বিষয়ে অনুসন্ধানে দেখা যায় তিনি কোম্পানিটির অফিসিয়াল কাজের পাশা পাশি কেরু এন্ড কোম্পানির আখ চাষিদের কাছে গিয়ে সঠিক পরামর্শ প্রদান করে চলেছেন প্রতিনিয়তো।যার প্রমান হিসেবে কয়েকটি ফার্ম এর আখ চাষিদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।

রাব্বিক হাসানের নেতৃত্বে উন্নয়নের চিত্র এক নজরে দেখে আসি, এই বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানটিতে বিগত দিনে নানা অনিয়ম দুর্নীতি দ্বায়িত্ব পালনে অবহেলা ডিস্টিলারি থেকে মদ চুরি সহ বিভিন্ন সিন্ডিকেট বানিজ্যর অভিযোগ বেশ আগে থেকেই, গত বছরের ৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও দর্শনা কেরু এন্ড কোম্পানিটির এমডি পদে দ্বায়িত্ব ভার গ্রহণ করেন রাব্বিক হাসান, মাত্র ১ বছর দ্বায়িত্ব পালন করেই বদলে দিয়েছেন কেরু এন্ড কোম্পানীর সকল প্রকার, সিন্ডিকেট টেন্ডার বানিজ্য সহ নানান অনিয়ম, এই অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করার ফলে কেরু এন্ড কোম্পানীটি আগের তুলনায় অনেকটা লাভজনক অবস্থানে পৌঁছিয়েছে, সুগার মিলটির ডিস্টিলারি বিভাগের উন্নয়ন, কেরুর শ্রমিক সংকট সমাধান, রাসায়নিক ও জৈব কারখানার উন্নয়ন সহ বেশ কিছু দৃশ্যমান কাজ করে প্রশংসায় প্রশংশিত কেরু এন্ড কোম্পানির এম ডি রাব্বিক হাসান।

কেরু এন্ড কোম্পানী বিডি লিমিটেডে এতো সব উন্নয়ন কর্মকান্ড সহয্য করতে না পারা সিন্ডিকেট বানিজ্যর সদস্যরা বর্তমান এম ডি রাব্বিক হাসানের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পারায় কেরু এন্ড কোম্পানি লিমিটেড এর এই সৎ নির্ভিক কর্মকর্তাকে হেয় প্রতিপন্য করতে গণমাধ্যম কর্মিদের মাঝে বিভিন্ন মিথ্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছে এক শ্রেনীর স্বার্থসন্নষী মহল।

এ বিষয়ে কেরু এন্ড কোম্পানীতে খোঁজ নিয়ে আরো জানা যায় রাসায়নিক অস্ত্র কনভেনশন (BNACWC) এর সুপারিশ বাস্তবায়নে মাননীয় শিল্প উপদেষ্টা মহোদয়, শিল্প সচিব মহোদয় ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এর নির্দেশ মোতাবেক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ (DNC) এর অনুমোদনক্রমে কেরু এ্যান্ড কোম্পানি (বিডি) লি. এ সিএস বোটলিং কার্যক্রম চালু করা হয় (কপি সংযুক্ত-৩)।

কান্ট্রি লিকার বোটলিং লাইসেন্সের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরাবর আবেদন এবং ট্রেজারি চালান জমা প্রদান করা হয়েছে। ডিস্টিলারী কারখানার আঙ্গিনায় পৃথক বন্ডেড পণ্যগার স্থাপন করার জন্যও আবেদন এবং ট্রেজারি চালান জমা প্রদান করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে (কপি সংযুক্ত-২)।

কান্ট্রি লিকার উৎপাদন প্রক্রিয়ার জন্য নতুন Automation এর মেশিনারীজ ক্রয় প্রক্রিয়াটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দপ্তরের মাধ্যমে প্রক্রিয়াধীন আছে। ফ্রেণ মিটার বা ফ্লো পরিমাপক যন্ত্র ও Automation স্থাপনের পূর্বে ধারা মোতাবেক অবশ্যই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অবহিত করা হবে।

আন্ডার প্রুফের দেশি লিকার সরবরাহের ক্ষেত্রে পৃথক পৃথক লেভেলের রং, ব্যাচ নং সংযুক্ত করে উৎপাদন এবং বাজারজাতকরণ করা হচ্ছে। কান্ট্রি লিকারের ব্যাচ নং অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রিয় রাসায়নিক পরীক্ষাগারের মাধ্যমে টেষ্ট রিপেটি গ্রহণ করে বাজারজাত করণ করা হচ্ছে (কপি সংযুক্ত)।

ডিষ্টিলারি কারখানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নিয়োগকৃত (ডিষ্টিলারী অফিসার/ডিও) এর বদলিজনিত বিষয়টি সম্পূর্ণরূপে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।

কেরু এ্যান্ড কোম্পানির কৃষি খামারের জমি সল্প মেয়াদী ফসলের জন্য উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে দরপত্র আহবান করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মিষ্টি কুমড়া চাষের বিষয়টি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোন সম্পৃক্ততা নাই।

কান্ট্রি লিকার তৈরির বোতল টেন্ডারের মাধ্যমে সঠিক নিয়মে ক্রয় করা হয়েছে।

কেরু এ্যান্ড কোম্পানীর বিগত দিনের অন্য মিলে সকল প্রকার বদলী, শিল্প মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ততায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দপ্তরের মাধ্যমে হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের তদন্ত রির্পোটের উপর ভিত্তি করেও কয়েকটি বদলী করা হয়। এখানে কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোন ভূমিকা নাই।

দূর্গাপূজা উপলক্ষ্যে মদ চুরির বিষয়টি একেবারে ভিত্তিহীন। চুরির বিষয়ে যা পত্রিকায় প্রকাশ করা হয়েছে অধিকাংশই বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়ে ঘটেনি। যেকোন চুরির বিষয়ে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সময়ে নিরাপত্তা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন: সিসি টিভি ক্যামেরা স্থাপন, সীমানা প্রাচীরের উপরে কাঁটাতার বসানো হয়েছে, ডিস্টিলারী কারখানার পিছন দিকে কাঁটাতারের প্রাচীর স্থাপন করা হয়েছে। বিভিন্ন জানালা সমূহে নতুন করে নেটের বেড়া স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তা রক্ষী ডিস্টিলারী কারখানায় মোতায়েন করা হয়েছে। কেরু এ্যান্ড কোম্পানীর প্রধান সড়ক ছাড়া অন্যান্য উন্মুক্ত স্থানে ৫টি রেলগেটের ন্যায় গেট বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। ডিস্টিলারী কারখানা সীমানা প্রাচীর সংলগ্ন বিভিন্ন ধরণের গলি বন্ধ করা হয়েছে।

কেরু এ্যান্ড কোম্পানী (বিডি) লি, নিরাপত্তা ব্যবস্থা পূর্বের তুলনায় জোরদার করণ করা হয়েছে। বিভিন্ন পয়েন্ট সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ডিস্টিলারী ইউনিটে রিকোভারী বৃদ্ধি পেয়েছে, চিনি কারখানার রিকোভারী গত অর্থ বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কার্যকরী ব্যবস্থা গ্রহণ করায় জৈব সার ও ভিনেগার ক্রয় বৃদ্ধি পেয়েছে। ফলে ইউনিটটি বিগত অর্থ বছরের তুলনায় অধিক মুনাফা অর্জনে সমর্থ হবে। বর্তমানে কর্তব্যরত শ্রমিক/কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে সোহাদ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

সর্বোপরি কেরু এ্যান্ড কোম্পানীর বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাত ধরে আগামী ২০২৫-২০২৬ অর্থ বছরের সর্বোচ্চ লাভের দিকে অগ্রসর হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!