বৃহস্পতিবার সকালবেলা রাশিয়ার দূরপ্রাচ্য আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া আনোভা (An‑24) মডেলের যাত্রীবাহী বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন্স “আঙ্গারা” পরিচালিত বিমানটিতে মোট ৪৩ জন যাত্রী—যাদের মধ্যে ৫ জন শিশু—এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানান, মিশন চালাতে পাঠানো রোসাভিয়াতসিয়ার (রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) একটি এমআই‑৮ হেলিকপ্টার আগুনে পুড়ে যাওয়া ফিউজেলাজ দেখতে পায়।
উত্তরদায়ী কর্তৃপক্ষের Telegram বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেলে উদ্ধার অভিযান শুরু হয়। বিমানটি চীন সীমান্তবর্তী টাইンダ শহরের দিকে উদ্দেশ্য করে ঊড্ডয়ন করেছিল। উদ্ধারকাজে বিমান ও হেলিকপ্টার ছাড়াও গ্রাউন্ড টিমও অংশ নেয়; কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরই পোড়া অবিড় ব্যবহারিক বিচ্ছিন্নাংশ (fuselage) শনাক্ত করা যায় বলে জানা গেছে।
বর্তমান অবস্থায় লাশ উদ্ধারে সময় লাগার কারণে নিহতের সংখ্যা নির্দিষ্টভাবে জানানো সম্ভব হয়নি; তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রাস্টার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে মানবিক সহায়তা এবং উদ্ধারকর্ম অব্যাহত রেখেছে।