রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘ এক বছর পরিত্যক্ত থাকার পর ভবনটি এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
১০ তলাবিশিষ্ট এই ভবনের বাইরে এতদিন ‘জুলাই যোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার টানানো ছিল। এখন সেখানে টানানো হয়েছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে নতুন দুটি ব্যানার।
গত বুধবার (২৩ জুলাই) থেকে ভবন পরিষ্কারের কাজ শুরু হয়। বৃহস্পতিবার ভবনের দোতলা ও তৃতীয় তলায় ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় ১০-১২ জন কর্মীকে। তারা জানান, ভবনটি পরিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তদের কাছে হস্তান্তর করা হবে এবং সেখানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থনে আহত ও শহীদ পরিবারের জন্য অফিস স্থাপন করা হবে।
তবে নতুন ব্যানারে উল্লেখিত ইনস্টিটিউট সম্পর্কে তারা কিছু জানাতে রাজি হননি।
২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ভাসমান মানুষদের নেশা, আড্ডা ও শৌচকাজের স্থলে পরিণত হয়।
২০১৮ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটির উদ্বোধন করেছিলেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ঠিকানা।