1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিঃ রাজ্জাক (রিয়াদ)সহ চারজনকে সাত দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক (রিয়াদ)সহ চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো অপর তিন আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত আবদুর রাজ্জাকসহ চারজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

রোববার গুলশান থানার পুলিশ আদালতে জানায়, অভিযুক্তরা নিজেদের “সমন্বয়ক” পরিচয় দিয়ে বিভিন্নজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। মামলার রহস্য উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে বলা হয়, ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা আবদুর রাজ্জাক (রিয়াদ) ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা হুমকি দেন যে টাকা না দিলে গ্রেপ্তার করাবেন। পরিস্থিতির চাপে শাম্মী আহমেদের স্বামী তাঁদের ১০ লাখ টাকা দেন।

পরে আবার শনিবার (২৬ জুলাই) আবদুর রাজ্জাকের নেতৃত্বে একই বাসায় চাঁদা আদায়ের জন্য গেলে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!