প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে গভীর সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসার আশঙ্কা রয়েছে। শুধু উপরের প্রলেপ নয়, দেশকে নতুন করে গড়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
ইউনূস বলেন, “জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এই মাস থেকেই নতুন পথরেখা তৈরি করতে হবে। সংস্কার মানে শুধু কাগজে-কলমে নয়, মানসিক ও মূল্যবোধের গভীরে যেতে হবে।”