1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

ভারতের ওপর ট্রাম্পের কড়া অবস্থান, শুল্ক আরোপ ও পাকিস্তান চুক্তির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। এক দিনে একাধিক পদক্ষেপ নিয়ে দেশটির ওপর চাপ সৃষ্টি করেছেন তিনি। এর ফলে হোয়াইট হাউসে দেখা গেছে ব্যস্ত সময়।

গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে এখানেই থেমে থাকেননি তিনি—পোস্টে পাকিস্তানকেও টেনে এনে জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান বিশাল তেল মজুত উত্তোলনের একটি চুক্তিতে পৌঁছেছে।

ট্রাম্প লিখেছেন, “আমরা এই মাত্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একসঙ্গে বৃহৎ তেল মজুত উত্তোলনের কাজ করবে। এখন আমরা খুঁজছি, কোন কোম্পানি এই অংশীদারত্বে নেতৃত্ব দিতে পারে। কে জানে, একদিন তারা ভারতের কাছেও তেল বিক্রি করবে।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার প্রতি একটি পরোক্ষ বার্তা। তবে তার এসব মন্তব্যের বিষয়ে এখনো পর্যন্ত ভারত সরকার কিংবা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!