1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে আগস্ট মাসের জন্য বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সাশ্রয়ী ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা।

নির্ধারিত দামে আগস্ট মাসজুড়ে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে।

এই সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!