1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

৩৬ জুলাই উদ্যাপন উপলক্ষে ৫ আগস্ট উপস্থাপন হবে ‘জুলাই ঘোষণাপত্র’

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে উপস্থাপন করা হবে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। আগামী ৫ আগস্ট (সোমবার) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে।

রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, এক বছর আগে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের লক্ষ্য ও আদর্শ সামনে রেখে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। এতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির লক্ষ্যে একটি রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার প্রয়াস উঠে এসেছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রণীত এই ঘোষণাপত্রে বিএনপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুরো আয়োজনটি সকাল ১১টায় শুরু হবে এবং দিনব্যাপী চলবে সাংস্কৃতিক ও নাগরিক কার্যক্রম। সন্ধ্যা ৮টায় জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে পরিবেশনায় অংশ নেবে।

আয়োজনে নেতৃত্ব দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!