রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে জুলাই শহীদদের স্মরণে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় ইসলামী সংগীত দল সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়।
পুরোদিনব্যাপী আয়োজনে পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। সাংস্কৃতিক পরিবেশনাগুলোর পাশাপাশি থাকছে ধর্মীয় বিরতি, ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা।
সূচি অনুযায়ী:
সকাল ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠী,
১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠী
দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম
সাড়ে ১২টায় সংগীত পরিবেশন করবেন তাশফি।
জোহরের নামাজের বিরতির পর:
চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পরিবেশনা করবেন
দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে
এরপর কনসার্টে অংশ নেবেন সায়ান (২:৪০), ইথুন বাবু ও মৌসুমি (৩:০০), সোলস (৩:৩০) এবং ওয়ারফেজ (৪:০০)।
বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি।
এরপর:
বিকেল ৫:৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুল
৫:৫০ মিনিটে এফ মাইনর
৬:১৫ মিনিটে পারশা পারফর্ম করবেন
সন্ধ্যা ৬:৫০ মিনিটে মাগরিবের নামাজের বিরতি
সন্ধ্যা ৭টায় সংগীত পরিবেশন করবেন এলিটা করিম।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিবেশিত হবে বিশেষ ড্রোননির্ভর নাট্য-উপস্থাপনা ‘ডু ইউ মিস মি’। এরপর হবে ড্রোন শো।
রাতের শেষ ভাগে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
দিনব্যাপী এই আয়োজনে সংগীত, নাট্য ও প্রযুক্তির সম্মিলনে দর্শক-শ্রোতারা উপভোগ করছেন এক নতুনমাত্রার সাংস্কৃতিক অভিজ্ঞতা।