1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

শাকিব খান ও দুই স্ত্রী নিয়ে যা বললেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি ভাইরাল হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই জুটি। বিষয়টি ঘিরে আলোচনার ঝড় বইছে অনলাইনে। এ নিয়েই নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

সম্প্রতি শাকিব খান যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও তার মা বুবলীর সঙ্গে সময় কাটাচ্ছেন। এর আগে তিনি সেখানে ছিলেন সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে। এই প্রেক্ষাপটে রোববার (৩ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন শাহরিয়ার নাজিম জয়। ছবিতে দেখা যায়, তিনি বিমানে ভ্রমণ করছেন।

ছবির ক্যাপশনে শাকিবকে ইঙ্গিত করে জয় লেখেন, “শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন, দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই।”

তিনি আরও যোগ করেন, “অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না। সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আবার আমি যত মেধাবী, তত বড় স্টার নই।”

জয়ের এই মন্তব্য নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ শাকিবের ‘দায়িত্বশীলতা’র প্রশংসা করেছেন, আবার অনেকে জয়ের বক্তব্যে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন— “দুই পক্ষকে খুশি রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত কেউ খুশি নয়!”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!