গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিজয় র্যালির আয়োজন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ, আমতলী, মহামুনি বাসস্ট্যান্ড ও বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলসহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মীর হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে আত্মগোপনে থাকা আন্দোলনরত নেতাকর্মীদের বিচারের দাবি জানান তাঁরা।
সমাবেশজুড়ে বিভিন্ন স্লোগানে মুখর ছিল মানিকছড়ি উপজেলা, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।