সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। প্রফেসর ড. এম এ মুহিতের নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ড. মুহিতসহ বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা। বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। ড. মুহিত বলেন, “শাহজাদপুরের মানুষ মুক্তি পেয়েছে, এবার এ জনপদকে নতুনভাবে গড়ার সময়।”