1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভের জেরে গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় তুহিন নামের এক সাংবাদিক নিহত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার পর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এর আগে বিকেলে তিনি ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করেছিলেন।

নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। হত্যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে নিজের ফেসবুকে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন তুহিন। এরপর মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী হঠাৎ তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান বলেন, “আমরা কিছু ভিডিও ফুটেজ ও ক্লু পেয়েছি। জড়িতদের ধরতে অভিযান চলছে। একজন সাংবাদিককে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক।”

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!