৮ আগস্ট দুপুরে যশোর সদর উপজেলা কম্পাউন্ডে একটি অনুষ্ঠান থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ীতে নাশকতা মামলাসহ বিগত সরকার আমলে দমন-পীড়ন ও অন্যান্য অভিযোগ রয়েছে।
ডিবির ওসি এনামুল হক জানান, দুই নেতাকে এখনো আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়নি, তবে সিআর মামলার প্রমাণ মিলেছে এবং অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তারা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী পদে কর্মরত।