1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

সৌদি আরবে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সৌদি আরব বর্তমানে বিরূপ আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তায়েফসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা গ্রীষ্মের মধ্যে শীতের মতো আবহাওয়া তৈরি করেছে।

শিলাবৃষ্টিতে মাটি সাদা হয়ে গেছে এবং কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বজ্রপাত, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় স্থানীয়দের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

অনলাইনে শেয়ার করা ভিডিওতে ঝড়ের তীব্রতা স্পষ্ট দেখা গেছে—বন্যার পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টি ভূ-প্রকৃতিকে ঢেকে দিয়েছে। এনসিএম বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় ও বন্যাপ্রবণ উপত্যকা ও নিম্নাঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!