1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের পরপরই কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে জানান, এখন পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা হয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

চাশোতি গ্রাম থেকেই শুরু হয় হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা। গ্রাম পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা থাকলেও এরপরের পথ হেঁটে যেতে হয়। আকস্মিক বন্যার কারণে এই তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।

ঘটনার পর পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা কয়েকজন তীর্থযাত্রীকে উদ্ধারে সহায়তা করছেন। এদিকে ভারতের এনডিআরএফ বাহিনীর অন্তত ১৮০ জন সদস্য অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজে সক্রিয়ভাবে কাজ করছে এবং আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও করা হচ্ছে।

সূত্র: বিবিসি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!