1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

লাঙ্গল প্রতীক জি এম কাদের ছাড়া অন্য কারও পাওয়ার সুযোগ নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক জি এম কাদের ছাড়া অন্য কারও পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া আইনি ব্যাখ্যায়ও স্পষ্ট করা হয়েছে যে লাঙ্গল প্রতীক অন্য কারও নেওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আশা করছেন ইসি আইনের সঠিক ব্যাখ্যা দিয়ে ন্যায়বিচার করবে।

এর আগে ৯ আগস্ট রাজধানীর গুলশানে ‘দশম কাউন্সিল’ আয়োজন করে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক। ওই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করা হয় এবং পরদিন ইসিকে তা জানানো হয়। এই প্রেক্ষাপটে আজ জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশের প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে।

শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জি এম কাদেরের বিরোধীদের সম্মেলন বৈধ নয়। শুধু সমাবেশ করলেই কাউন্সিল বৈধ হয় না। এর আগেও আরেকটি গ্রুপ দশম সম্মেলন করেছিল, এবারও সেই সম্মেলনের তিনজন অংশ নিয়েছেন—অর্থাৎ তারা দু’বার দশম সম্মেলন করেছেন। তাঁর মতে, জি এম কাদের ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার সুযোগ দলের গঠনতন্ত্র ও আইনে নেই। এরশাদের লাঙ্গল প্রতীক বর্তমানে জি এম কাদেরের কাছেই আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!