1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বামনায় সমাবেশ ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

এম রহমান, বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আজ ২০শে আগষ্ট ২০২৫, বুধবার সকাল ১০ টা হইতে বামনা সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বামনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ বায়েজীদ আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলাম এর সঞ্চালনায় ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি বামনা সরকারী কলেজ গেট থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং বাজার প্রদক্ষিণ করে লঞ্চঘাট থেকে আবার বামনা বাজারে এসে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম আহমেদ।

এসময় তিনি বলেন- আদর্শিক নেতৃত্ব না থাকায় দেশের সকল পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের খবর এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমরা দেশের প্রতিটি পর্যায় থেকে দুর্নীতির মূলোৎপাটন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব গড়ার জন্য নিয়মিত কাজ করছে। তিনি বলেন,আমরা ৫ই আগষ্ট দেশকে পুনরায় স্বাধীন করেছি। কিন্তু আমাদের কাঙ্খিত স্বাধীনতার প্রকৃত স্বাদ আজও ভোগ করতে পারিনি। দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করাতে আগামী দিনে জাতির নেতৃত্ব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকেই হাতে নিতে হবে।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে সভাপতির বক্তব্যে বামনা উপজেলা শাখা সভাপতি হাফেজ মুহাম্মদ বায়েজীদ আহমাদ বলেন, কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই” তিনি বলেন, আমরা দেশের ত্রি-ধারার শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তার সাথে কার্যক্রম পরিচালনা করছি। মুক্তিকামী সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা এমন একটি কাফেলা গড়ে তুলতে চাই,যারা নৈতিকতার প্রশ্নে ঘুমন্ত বিবেক জাগ্রত করার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে।

ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সেক্রেটারী ইসমাইল হোসেন জিহাদী, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইমরান হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক গাজী মিরাজুল, ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সহ সভাপতি শেখ মুহাম্মদ রেদওয়ান হুসাইন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহফুজ হোসেন সাব্বির সহ নেতৃবৃন্দ।

ছাত্র সমাবেশটি বামনা গোল চত্বরে সমবেত ছাত্র জনতার আমিন আমিন ধ্বনিতে জুলাই আন্দোলনের সকল শহিদ ও মালিবাগে শহিদের জন্য দোয়া করে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সাধারণ সম্পাদক আবুল কাসেম আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!