1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

সৌদি আরবে আটক হওয়া ১,৮৭৬ জন প্রবাসীকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেওয়ায় সৌদি আরবে আটক হওয়া ১,৮৭৬ জন প্রবাসীকে ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কারাগারে আটক শ্রমিকদের মুক্ত করা হয়েছে এবং নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ চলছে।

তিনি জানান, বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল’ফার্ম গড়ে তোলা হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী শ্রমবাজার বিস্তারের চেষ্টা করা হচ্ছে। নারী শ্রমিকদের প্রক্রিয়াকরণও নিয়মিত করা হচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। কেয়ারগিভারদের জন্য ৬ মাস মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

রেমিট্যান্স বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা এখন সরাসরি দেশে অর্থ পাঠাতে পারছেন। প্রবাসীকল্যাণ ব্যাংকে সুদের হারও ১ শতাংশ কমানো হয়েছে।

তিনি আরও জানান, এক বছরে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আইনগত পরিবর্তন ও সংস্কার শুরু হয়েছে। যদিও এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব হয়নি, তবে একটি শক্ত ভিত্তি তৈরি করা হয়েছে। ধারাবাহিকতা বজায় থাকলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!