1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করার নির্দেশ নির্বাচন কমিশন (ইসি) এর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করতে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যেই সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। একই সঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউনে আসন্ন নির্বাচনের সরঞ্জাম সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা খালি রাখতে প্রয়োজনীয় মালামাল স্থানান্তরের বরাদ্দ চাহিদাও জানাতে হবে।

ইসি কর্মকর্তাদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব কেনাকাটা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নিয়েছে কমিশন। এ লক্ষ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা ও ছড়ার মতো লেখা একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!