1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

রাজধানী ঢাকার পলাশীতে ৩০ টাকার গাছের মেলা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

রাজধানীর পলাশী এলাকায় সপ্তাহব্যাপি (২৩ থেকে ২৮ আগস্ট’২৫) শুরু হয়েছে গাছের মেলা, যেখানে সাশ্রয়ী মূল্যে নানা প্রজাতির গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা, যা অনুষ্ঠিত হচ্ছে পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক বিপরীতে। আয়োজকরা জানিয়েছেন, নগরবাসীকে সবুজের প্রতি আগ্রহী করে তুলতে এবং সাশ্রয়ী মূল্যে গাছের প্রাপ্যতা নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে।

মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র ৩০ টাকায় বিভিন্ন প্রজাতির গাছ কেনার সুযোগ। এখানে শোভা বর্ধনকারী গাছের পাশাপাশি ফলজ, ঔষধি ও নানা ধরনের ইনডোর প্ল্যান্টও পাওয়া যাচ্ছে। ফলে গৃহস্থালি শখ থেকে শুরু করে বাণিজ্যিক উদ্যোক্তাদের জন্যও এটি হয়ে উঠেছে একটি বিশেষ কেনাকাটার স্থান।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, নগরায়ণের চাপে ঢাকার মতো শহরে সবুজ পরিবেশ ক্রমেই সীমিত হয়ে আসছে। তাই গাছপ্রেমীদের জন্য এই মেলার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দেওয়া এবং পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নেওয়াই মূল উদ্দেশ্য। মেলায় প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও উদ্যোক্তারাও গাছ সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন।

গাছপ্রেমীদের মতে, এই আয়োজন ঢাকার মানুষকে আবারও সবুজে ফেরার প্রেরণা জোগাবে এবং নগরজীবনে একটি সতেজ পরিবর্তন আনবে।

event Video news

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!