1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

হত্যা মামলার আসামি হিসেবে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি এই মামলা করেন। এতে তৌহিদ আফ্রিদি ও তার বাবা, মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। আফ্রিদি মামলার এজাহারনামীয় ১১ নম্বর আসামি।

এর আগে গত ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার দাবি করে সরকারকে আলটিমেটাম দেয়। সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, আফ্রিদি কেবল বর্তমান সরকারের সময় নয়, বরং ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

জেআরএ তাদের পোস্টে আরও উল্লেখ করে, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে জানানো হয়েছিল—“আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা সময় আছে। তিনি বাংলাদেশেই আছেন। কোনো নাটক নয়, সরাসরি গ্রেপ্তার করতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!