1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

স্বর্ণের দাম আবারো বাড়ল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ১,৭২,৬৫১ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৬৪,৮০১ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৪১,২৬৩ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,১৬,৮৫০ টাকা

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ২৪ জুলাই বাজুস ভরিতে ১,৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছিল। তখন ২১ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ছিল ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৪৬ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৩০ বার বেড়েছে, আর ১৬ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!