1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠিয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রবিউল হক নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন জালাল। পরে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ তাকে হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় আহত রবিউল হক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, আদালতে জালালের রিমান্ড আবেদন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!