বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসব ইতালির ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম আসর বর্তমানে চলছে। বিশ্ববিখ্যাত ফিল্ম স্টারদের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণের লাল গালিচা রূপ নিচ্ছে গ্ল্যামারাস আঙ্গিকে।
এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে পরিচালক ইয়োর্গোস ল্যান্থিমোসের ‘বুগোনিয়া’, গুইলারমো দেল টোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং নোয়া বাউম্বাখের *‘জে কেলি’*সহ বহু প্রতীক্ষিত চলচ্চিত্র।
এছাড়া, প্রথমবার প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন সোফিয়া কপোলা। ফ্যাশন ডিজাইনার মার্ক জ্যাকবসের জীবন ও কর্মজীবন নিয়ে নির্মিত *‘মার্ক বাই সোফিয়া’*র প্রিমিয়ারও হচ্ছে এই উৎসবে। তবে এটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে।
গ্ল্যামার যোগ করছে তারকাদের সাজ-পোশাকও। গত বৃহস্পতিবার লাল গালিচায় উপস্থিত হন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার স্ত্রী, জনপ্রিয় আইনজীবী আমাল ক্লুনি। আমাল পরে এসেছিলেন ১৯৯৫ সালের একটি নাটকীয় আর্কাইভাল টাফেটা পোশাক, যা তৈরি করেছিলেন ফরাসি ডিজাইনার জিন-লুই শেরার।
অন্যদিকে, হলিউড সুপারস্টার এমা স্টোন নজর কাড়েন কাস্টম-মেড লুই ভুটনের পোশাকে। তার গাউনের বাঁকানো বাবল আকৃতি এতে যুক্ত করেছে ভিনটেজ স্টাইলের ছোঁয়া।