ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনের মধ্যে সাতক্ষীরাসহ ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশন সচিবালয় এ গেজেট প্রকাশ করে।
এর আগে ইসি খসড়া প্রকাশ করে জানিয়েছিল, ৩৯টি আসনে সীমানা পুনর্বিন্যাস আনা হবে। সেসব আসনের মধ্যে রয়েছে—পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮ এবং বাগেরহাট-২, ৩।
সীমানা পুনর্নির্ধারণে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে। আগে জেলার পাঁচটি আসন থাকলেও এবার তা ছয়টিতে উন্নীত করা হয়েছে। বিপরীতে বাগেরহাটে আসন সংখ্যা চার থেকে কমে তিনে নেমে এসেছে।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ জুলাই ভূগোলবিদ, নগরবিদ ও পরিসংখ্যানবিদসহ বিশেষজ্ঞদের নিয়ে নয় সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী কমিটি দেশের ৬৪ জেলার ৩০০ আসন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এবং সেই ভিত্তিতেই সীমানা পুনর্বিন্যাসের এই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো।