আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২,২০৫ জন নিহত, ৩,৬৪০ জন আহত এবং ৮,০০০ এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগে বন্ধুপ্রতিম দেশের পরিস্থিতি দেখে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে, বাংলাদেশ সরকার আফগান জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে রওনা হয়। প্রেরণকৃত ১১.২৭ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষধ। এসব সামগ্রী হস্তান্তর শেষে বিমানটি আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।
বিমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন একটি প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের তথ্য জানান। ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে যে, সরকারের এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, ভবিষ্যতে যেকোনো আন্তর্জাতিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে আত্মনিয়োগের জন্য প্রস্তুত।