1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

তানজিন তিশার আবেগঘন মুহূর্ত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ক্যারিয়ারের শুরুতে ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি রিজভি ওয়াহিদ ও শুভমিতার ‘চোখেরি পলকে’ গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে আবেগঘন হয়ে তিশা বলেন, “এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী মুহূর্ত। আমার মা দ্বিতীয়বার আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রতিটি শিল্পীর সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ ও দায়িত্ব থাকে। আমি আজ এখানে দাঁড়িয়ে কাজ করতে পারছি শুধুমাত্র আমার মায়ের জন্য। তাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই।”

শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তানজিন তিশা। ভক্তদের জন্য নতুন সুখবরও দিলেন তিনি। তিশা জানান, “আমার দর্শকরা যা চায়, আমিও সেটাই চাই। সবসময় চেষ্টা করি ভালো বাজেট ও মানসম্পন্ন কাজের সঙ্গে থাকতে। খুব শিগগিরই আমাকে সিনেমায় দেখা যাবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!