1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নাটোর সদর উপজেলার ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর উদ্যোগে ডায়রিয়া আক্রান্ত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ মেডিকেল ক্যাম্পেইনে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাবাসীর মাঝে ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ৪ হাজার ১০০ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং ডায়রিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দেন।

সম্প্রতি নাটোর সদর উপজেলায় পানিবাহিত ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে, যেখানে দেড় শতাধিক মানুষ আক্রান্ত হয়। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষকে উপকৃত করবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!