থাইল্যান্ডের পার্লামেন্ট অনুতিন চার্নভিরাকুলকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। ৫৮ বছর বয়সী এই রাজনীতিক বর্তমানে ভুমজাইথাই পার্টির নেতৃত্ব দিচ্ছেন। তিনি সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুতিন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী অনুতিন এর আগে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত ২০২২ সালে গাঁজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য।
কোভিড-১৯ মোকাবিলার সময় পর্যটননির্ভর থাইল্যান্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে সে সময় পশ্চিমা দেশগুলোকে ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করার মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং পরে ক্ষমা চাইতে বাধ্য হন।
উল্লেখ্য, অনুতিন একসময় পেতংতার্নের জোটকে সমর্থন করেছিলেন। তবে চলতি গ্রীষ্মে কম্বোডিয়ার সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের সময় তাঁর অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে সেই সমর্থন প্রত্যাহার করে নেন।