লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী আনন্দ পরিবহন বাস খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চন্দ্রগঞ্জের জয়নাল আবেদীন (৫৭), মোরশেদ আলম (৪০), নওগাঁর হুমায়ুন কবির (চন্দ্রগঞ্জে ভাড়া থাকতেন), মাজেদ ও রিপন। এ ছাড়া অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দাবি, পানির তলদেশে আরও যাত্রী থাকতে পারে।
ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ৬ আগস্ট একই খালে একটি মাইক্রোবাস ডুবে একই পরিবারের সাতজন নিহত হয়েছিলেন।