1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

এখন পর্যন্ত শতভাগ অনুকূল ভোটের পরিবেশ বিরাজ করছে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে এখন পর্যন্ত শতভাগ অনুকূল ভোটের পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট হবে কি না—এমন প্রশ্ন অনেকে করেন। ভোট হবেই বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি।”

তিনি আরও জানান, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা এবং কোথাও প্রশাসনিক দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে শতভাগ একইভাবে করা সম্ভব নয়।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে কমিশনার বলেন, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে।

আরপিও সংশোধনী প্রসঙ্গে তিনি জানান, প্রস্তাবিত আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!