1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব ও এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভ দমনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে। সহিংস পরিস্থিতির মধ্যেও বিক্ষোভকারীদের শান্ত থাকতে আহ্বান জানান এক তরুণ আন্দোলনকারী। তিনি বলেন, ভেতর থেকে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই আন্দোলনে উসকানি দিচ্ছে। তবে তাঁর দাবি, “আজ আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!