1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

(ডাকসু) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি ডাকসুর ৩৮তম নির্বাচন। এবার মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী।

ইউটিএল জানিয়েছে, সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের মান, নির্বাচনের নিরপেক্ষতা এবং পর্যবেক্ষক দলের প্রাথমিক মূল্যায়ন তুলে ধরা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!