1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

ঢাবির কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের প্রাথমিক ধারণা, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তরিকুল শিবলী কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের বাসিন্দা এ কে এম শাহিদুল্লাহর সন্তান। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!