1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশজুড়ে মিছিল বের হয়। এর মধ্যে রাজধানী সানার সাবিইন চত্বরে সবচেয়ে বড় সমাবেশ দেখা যায়।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এর মধ্যে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল—“শহীদদের প্রতি অঙ্গীকার, কোনও কিছুর বিনিময়েই গাজার প্রতি সমর্থন থেকে পিছু হটব না।”

বিক্ষোভ আয়োজকদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পবিত্র রক্ত ঝরিয়ে নৈতিক অবস্থানের মূল্য দিতে হয়, তবে এর ফল হচ্ছে নিশ্চিত বিজয়—যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে। সেখানে আরও বলা হয়, বিশ্বের যে কোনো স্থানে মুসলিম উম্মাহর ওপর আগ্রাসন মানেই তা সবার ওপর হামলা। যে কোনো দেশের আত্মোৎসর্গকারী আমাদের শহীদ।

এ ছাড়া, সম্প্রতি কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনেরও তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে।

তথ্যসূত্র: তাসনিম, আল মায়াদিন ইংলিশ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!