সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার (১১ জুলাই) ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখায় স্বাগতিকরা।
ম্যাচের প্রথম মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন স্বপ্না রানী। এরপর তৃতীয় মিনিটে মুনকি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিক করেন, মুনকি আক্তার করেন দুটি গোল। এছাড়া সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি একটি করে গোল করেন।
বাংলাদেশের নয়টি গোলের মধ্যে ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে। এদিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ সদস্যের দলে থাকা আটজন খেলোয়াড় শুরুর একাদশে সুযোগ পান।
প্রথমার্ধে সাগরিকা ৩৭ মিনিটে একটি গোল করেন এবং তার আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে মুনকি, ৪৯ মিনিটে সিনহা, ৫২ ও ৫৮ মিনিটে সাগরিকা, ৮৫ মিনিটে রুপা আক্তার এবং যোগ করা সময়ে শান্তি মার্ডি গোল করেন। শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল দিয়ে ৯-১ ব্যবধানে ম্যাচ শেষ করে।
ভারতের নাম প্রত্যাহারের পর এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। চার দল একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে।
বাংলাদেশ ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ এবং ১৯ জুলাই শ্রীলঙ্কা ও ২১ জুলাই নেপালের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে।
বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য। ২০২৪ সালে তারা ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জেতে। সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ আসরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।