1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ বাদ দিলে সারাদিন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন। তবে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠলে টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ কারণে ক্যাম্পাস এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল থেকে ফলাফল ঘোষণার আগে থেকেই জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন। পরে শাহবাগ মোড়, টিএসসি এলাকা, দোয়েল চত্বর এবং নীলক্ষেত এলাকায়ও তাদের অবস্থান দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম রাত ৮টার দিকে বলেন, “ফলাফল ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।”

এদিকে সন্ধ্যার পর থেকে ছাত্রদল ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল করেছে। তাদের মিছিলে জামায়াত-শিবিরকে টার্গেট করে নানা স্লোগান দেওয়া হয়। এমনকি ঢাবি প্রশাসনকেও তারা কঠোর ভাষায় আক্রমণ করে স্লোগান দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!