1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

চলে গেলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং গত ২১ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে ছিলেন।

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুর খবরটি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।

এর আগে, গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাজ্যে দীর্ঘ ১১ বছর প্রবাস জীবন শেষে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে তিনি আবারও সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। এরপর ৬ জানুয়ারি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তার জুনিয়র আইনজীবীরা সংবর্ধনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট