ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের শাস্তির দাবিতে মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রাত ১১টার পর থেকেই কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের দাবির মুখে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বুয়েট প্রশাসন। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পুলিশ ও বুয়েট সূত্রে জানা যায়, আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডি: ২১০৬১৬৯) বুয়েটের ইইই বিভাগের ২১ ব্যাচের ছাত্র এবং আহসান উল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী।
রাত ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ডিএসডব্লিউ ভবনের সামনে জড়ো হয়ে তার স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—
“ধর্ষকের ঠিকানা, এই বুয়েটে হবে না”,
“ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন”,
“বিচার চাই, ধর্ষকের বিচার চাই।”
রাত ২টা পর্যন্ত ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ চলতে থাকে।