1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

৪৪ বছর বয়সে মরাঠি শিখে লজ্জা কাটালেন আমির খান

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

শৈশবে শেখার সুযোগ থাকলেও তা কাজে লাগাননি। কিন্তু বয়স ৪৪ পেরিয়ে এসে বুঝতে পারেন ভুলটি। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জানিয়েছেন, তিনি ছোটবেলায় স্কুলে মরাঠি ভাষা পড়লেও সেটিকে গুরুত্ব দেননি। তবে পরবর্তী জীবনে স্থানীয় ভাষা না জানার কারণে নিজেকে লজ্জিত মনে হতে থাকে।

এক সাক্ষাৎকারে আমির বলেন, “৪৪ বছর বয়সে এসে আমি উপলব্ধি করলাম, আমি মরাঠি ভাষাটা জানি না। যদিও স্কুলে শেখানো হয়েছিল, কিন্তু আমি তখন খুব একটা গুরুত্ব দিইনি। ধীরে ধীরে এটা আমার কাছে লজ্জার হয়ে ওঠে যে, আমি নিজ রাজ্যের আঞ্চলিক ভাষা জানি না।”

এই অনুশোচনাই তাকে মরাঠি শেখার দিকে ঠেলে দেয়। সিদ্ধান্ত নেন পেশাদার একজন শিক্ষকের কাছে গিয়ে ভাষাটি শিখবেন। আমির বলেন, “আমি এক মরাঠি শিক্ষক থেকে প্রশিক্ষণ নিতে শুরু করি। এখন আমি স্বতঃস্ফূর্তভাবে মরাঠি বলতে পারি।”

ভাষা নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আমির বলেন, “আমি মনে করি, জীবনের যেকোনো ক্ষেত্রে যে যত বেশি ভাষা শিখবে, সে তত বেশি সুবিধা পাবে। আমি নিজেও বিভিন্ন ভাষা শিখতে চেষ্টা করি।” তবে তিনি এও স্বীকার করেন, ভাষা শিখতে তার কিছুটা সময় লাগে। ভাষা বিষয়ক ব্যাপারে তিনি অত্যন্ত সংবেদনশীল বলেও জানান।

আমির খানের মতে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সংস্কৃতির সঙ্গে সংযুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ পথ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!