যশোর উপশহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সেখ আব্দুল গনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার ভোর ৫টায় যশোর শহরের কুইন্স হসপিটাল অ্যান্ড প্রাইভেট লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সেখ আব্দুল গনি ছিলেন টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের স্টাফ রিপোর্টার শেখ রাজেক জাহাঙ্গীরের পিতা।
গতকাল আছর বাদ উপশহর ডি ব্লক মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে উপশহর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সেখ আব্দুল গনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইভাবে, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।









Leave a Reply