1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন। এ ঘটনা তদন্তের জন্য শুক্রবার (১১ মে) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির গঠন:

কমিটির সভাপতি:

  • শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার

কমিটির সদস্য:

  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

কমিটির কার্যপরিধি:

কমিটি নিম্নলিখিত বিষয়গুলো পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে:

ক. বিদেশ গমনের প্রক্রিয়া:

  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে ৭ মে বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেছেন।

খ. কর্তৃপক্ষের দায়িত্ব:

  • এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বে কোনো ধরনের ব্যত্যয় বা গাফিলতি হয়েছে কি না।

গ. দায়িত্ব নির্ধারণ ও সুপারিশ:

  • এ ঘটনায় কারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা।

কমিটির ক্ষমতা ও সহায়তা:

  • কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে।

  • সংশ্লিষ্ট সব সংস্থা কমিটির নির্দেশাবলি পালন করতে বাধ্য থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

  • কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে।

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

প্রেস উইংয়ের বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট