
বিদেশ যাওয়ার টাকা না পেয়ে রাগে ক্ষোভে মাত্র ৫০০ টাকায় মাইক ভাড়া করে পুরো এলাকাবাসীকে গালাগালি করেছিলেন সারোয়ার হোসেন রাব্বি। নিজের হতাশা ও কষ্ট প্রকাশ করে সেই ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন ফেসবুকে। মুহূর্তেই সেটি ভাইরাল হয় এবং গণমাধ্যমসহ সবার নজরে আসে ঘটনাটি।
ঘটনার পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। ব্যাংকের জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। স্থানীয়দের সহায়তায় রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে পরিশোধ শুরু করবে রাব্বি। কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়লে প্রবাসী কল্যাণ ব্যাংক সহায়তা করে থাকে।”
চেক হাতে পেয়ে রাব্বি ফেসবুকে লেখেন, “আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না। ধন্যবাদ সবাইকে।”
প্রথমে রাব্বির ভিডিও নিয়ে হাসিঠাট্টা চললেও পরে অনেকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেছেন। চায়ের দোকানের আড্ডাতেও তার গল্প ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বলেছেন, মানুষ যখন চরম কষ্টে পড়ে, তখন সে কতটা অসহায় হয়ে পড়ে—রাব্বির ভিডিও সেটিরই প্রতিচ্ছবি।
রাব্বি জানান, “২৩ অক্টোবর ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ পেয়েছি। ইতিমধ্যে টিকিটও হাতে এসেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। গালাগালির ঘটনার জন্য সবাইকে দুঃখ প্রকাশ করছি। কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন—যে উদ্দেশ্যে যাচ্ছি, সেটা যেন সফল হয়।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply